নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় পরিবহণ শ্রমিকদের দুই পক্ষের দুই দফা সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও র্যাব ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয় বলে শ্রমিকরা জানিয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, সেলিম আহমদ ফলিক শ্রমিক কল্যাণ তহবিলের প্রায় দুই কোটি টাকার হিসাব দিতে পারছেন না। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে অবস্থান গ্রহণকারী শ্রমিক ও সেলিম আহমদ ফলিকের সমর্থক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় মিতালী পরিবহণের একটি বাস ও এনা পরিবহণের কাউন্টার ভাংচুর হয়।
Leave a Reply