সিলেটের দক্ষিণ সুরমায় প্রথম ন্যাশনাল স্পোর্টিং ক্লাব মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগরে ইকরা আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
ইকরা আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন।
সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার ফাতেমার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী ও প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক দীপাংকর দেবনাথ, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান ও ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের সভাপতি বাদশা মিয়া।
উল্লেখ্য,ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ব্যাবস্থাপনায় ও ইকরা আদর্শ উচ্চবিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রথম ন্যাশনাল স্পোর্টিং ক্লাব মেধাবৃত্তি পরীক্ষায় এলাকার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply