সিলেটের দক্ষিণ সুরমায় নারী শিক্ষার সহায়ক কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংকের উদ্যোগে কয়েকজন নারী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চৌধুরীবাজার ইউনিয়নে মনির আহমদ একাডেমির ৫ জন শিক্ষার্থীর হাতে এ সাইকেল তুলে দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নারী শিক্ষা বান্ধব নীতি পরিপালনের অংশ হিসেবে এ সময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো আব্দুল হালিম চৌধুরী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও প্রীতি উপহার বিতরণ করেন।
এ উপলক্ষে মনির আহমদএকাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন মো আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, আইন ও ঋণ তদারকি, আদায় বিভাগের প্রধান দেওয়ান রুহুল আহসান, সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরীর সহধর্মীনী রহিমা আক্তার চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর, পশ্চিমাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মো আশরাফুল আলম, মৌলভীবাজার অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো মশিউর রহমান খান, মনির আহমদ একাডেমির ভাইস চেয়ারম্যান মো নূরুল ইসলাম, পূবালী ব্যাংকের ঋণ আদায় ও তদারকি বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক মো আব্দুস সোবহান মিয়াজী প্রমুখ।
Leave a Reply