নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক অটোরিক্সার চালক সহ ৩ যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে যাত্রীবাহী অটোরিক্সাকে একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও এক যাত্রী প্রাণ হারান। আহত তিন যাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। নিহত ও আহত যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত অটোচালক আরমান মিয়া চন্ডিপুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, দুর্ঘটনার জন্যে দায়ী ট্রাকটি আটক করা হয়েছে।
Leave a Reply