সিলেটে জাতীয় শ্রমিক জোট দক্ষিণ সুরমা আঞ্চলিক শাখার উদ্যোগে অটোরিক্সা সিএনজির অধিকার আদায়ের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মহানগরীর ভার্থখলায় জাসদ নেতা মরহুম আব্দুন নূর মাস্টারের বাস ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর জাসদের সমাজসেবা সম্পাদক আব্দুল বাছির বাদল। প্রধান অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মো সোহরাব আলী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম চুনু। জাসদ নেতা হালিম আহমদের পরিচালনায় রাখেন মহানগর সহ সম্পাদক জাহির রায়হান, ২৬নং ওয়ার্ডের সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, আব্দুল মন্নান (স্বাধীন), শাহাব উদ্দিন, আমিনুল ইসলাম ও খলিলুর রহমান।
কর্মীসভায় সর্বসম্মতিক্রমে আব্দুল মন্নান স্বাধীনকে সভাপতি ও শাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা শ্রমিক জোটের আঞ্চলিক শাখা কমিটি গঠন করা হয়।
Leave a Reply