পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম হাজী চিকন মিয়া ট্রাস্টের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের মোহামদপুর গ্রামের ২৮০ পরিবারকে ঈদউপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সারং বাড়িতে মরহুম হাজী চিকন মিয়ার বাসভবনে তার পরিবারের অর্থায়নে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সমাজসেবী মঞ্জুর আলী, লুংফুর রহমান, আতিক মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, এম সারওয়ার হোসেন সৌরভ, মনু মিয়া, আকিক শাহ, নিহাল মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্বিন আবুল বশর।
উল্লেখ্য, মরহুম হাজী চিকন মিয়া ট্রাস্ট দীর্ঘদিন যাবৎ এলাকায় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply