বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গ্রামডাক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে ২১ দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা রুবাইয়া আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ সমিতির সমন্বয়কারী জোবায়ের মোহাম্মদ খান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আলী আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রামডাক্তার কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুর আহমদ, সদর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply