সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইমাম ও মোয়াজ্জিদের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সচেষ্ট। কারণ সমাজকে অপরাধমুক্ত রাখতে তাদের ভূমিকা অপরসীম। তারা তৃণমূল পর্যায়ে মানুষকে ধর্মীয় জ্ঞান দিয়ে থাকেন। তবে নিজ নিজ এলাকা কলঙ্কমুক্ত রাখতে তাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শতাধিক ইমাম ও মোয়াজ্জিনকে আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধনকান্তি সরকারের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, সেলিম আহমদ, আমিরুল ইসলাম ওয়েস, কৃষক লীগের যুগ্মসম্পাদক জায়েদ আলী, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শামীম আহমদ মেম্বার, রুহুল ইসলাম মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আলী, এম জাবেদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply