সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে আব্দুল মান্নান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ও করোনাকালীন দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় লালাবাজার ইউনিয়নের আলীনগর গ্রামে এই খাদ্যসামাগ্রী বিতরণ করা হয়।
আলীনগর জামে মসজিদের মোতাওয়াল্লি কয়ছর আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পরিচালনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আলীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর উদ্দিন আহমদ সিদ্দিকী, বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী, সামসুদ্দিন সাদেক, ন্যাশনাল ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট জামাল উদ্দিন, আব্দুল মান্নান কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ ইমরান আহমদ, সংগঠক রুমেল আহমদ, ছয়ফুল ইসলাম, ফরহাদ আহমদ, ফজলু মিয়া, বদরুল মিয়া, ময়নুল ইসলাম, ইমন আহমদ, সারো মিয়া, শাহিনুর রহমান প্রমুখ।
Leave a Reply