নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গণভবন থেকে ভার্চ্যুয়ালি সরকারি অর্থায়নে ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো উদ্বোধন করে তিনি বলেন, তার সরকার ইসলামের সঠিক প্রচার ও প্রসারে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে।
এ প্রসঙ্গে তিনি ইসলামের সেবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে ধর্ম পালন করবে। প্রতিটি ধর্মের প্রচার ও প্রসারে তার সরকার সবধরনের সহযোগিতা করছে।
উদ্বোধন পর্বে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া ৪০ শতক জায়গার উপর তিনতলা বিশিষ্ট এই মসজিদের আয়তন প্রায় ১ হাজার ৬৮০ বর্গমিটার। আরব বিশ্বের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আদলে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে। আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা ওজু ও নামাজ আদায়ের সুবিধা ছাড়াও থাকছে পাঠাগার, গবেষণা কেন্দ্র, হজ প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, কোরআন হিফজ বিভাগ, শিশু শিক্ষালয় ও অতিথিশালা। বিদেশীদের জন্যে আলাদা আবাসন ব্যবস্থাও থাকছে।
Leave a Reply