কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজীগঞ্জে সরিষার বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন বৃহস্পতিবার বিকেলে কাজিরগাঁও মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার অমর দাশের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে আজাদ ফাহিমের সঞ্চালনায় ডিসকাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালক মো ফারুক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আবদুল মোমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা পাম্পী রাণী দেব প্রমুখ।
এছাড়া স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply