সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালকে ইউনিয়নবাসী সংবর্ধনা জ্ঞাপন করেছেন।
শনিবার বিকেলে লালাবাজারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব খান খোকা মিয়ার সভাপতিত্বে এতে চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, লালাবাজার জামে মসজিদের মোতাওয়াল্লি আফতাব আলী, লালাবাজার স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা আছহাব আহমদ, বিএনপি নেতা লোকমান আহমদ, সিলেট এয়ারলাইনস ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, ডা সাইদুল ইসলাম শিমুল ও লালাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনাম মিয়া চৌধুরী।
Leave a Reply