র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের দক্ষিণ সুরমার চাঞ্চল্যকর ললি বেগম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মালিককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব ৯-এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে মহানগরীর সুবিদবাজার এলাকায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে। তার বাবার নাম ওহাব আলী, ঠিকানা মোহনা ৯০, লামাপাড়া, সিলেট।
গত ১৬ মার্চ দক্ষিণ সুরমার পিরোজপুরে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল মালিকের হামলায় ললি বেগম গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মার্চ মারা যান।
Leave a Reply