দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সম্পর্কে চাঁদাবাজির মিথ্যা প্রচারণার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে দাউদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কোনারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হীরনের সভাপতিত্বে ও ব্যবসায়ী আশরাফুল আলম বাহারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম খলিল, বিশিষ্ট মুরব্বি সোনা মিয়া, চুনু মিয়া, আব্দুল হান্নান, সাবেক মেম্বার আব্দুল মতিন, দিলোয়ার হোসেন, মুক্তার মিয়া, কাউছার আহমদ পারভেজ, আনছার মিয়া, রুহেল আহমদ, মনসুর আহমদ, লয়লু মিয়া, জয়নাল মিয়া, ফখরুল ইসলাম ফখর ও মখন মিয়া।
বক্তারা অভিযোগ করেন, যুক্তরাজ্য প্রবাসী ফখরুজ্জান ও তার অনুসারী জাবেদ মিয়া দাউদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো দিলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।
এলাকাবাসী এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আগামী এক সপ্তাহের মধ্যে ফখরুজ্জান ও তার সহযোগীরা যদি দিলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিদের চাঁদাবাজির প্রমাণ দিতে না পারেন তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মো ফখর উদ্দিন ফখর।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply