সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর আওতায় নির্মিত ৩৩/১১ কেভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর সাবেক সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন, এজিএম মৃণাল কান্তি, পরিচালক মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম খলিল, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আতিকুল হক।
৭ কোটি টাকা ব্যয়ে এই উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।
Leave a Reply