নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে আরকুমনগর যুবসংঘ আয়োজিত তৃতীয় আরকুমনগর মিনি ফুটবল টুর্নামেন্টে বাগানবাড়ি এমসি একাদশ চ্যাম্পিয়ন ও মামু ভাগনা একাদশ রানার্সআপ হয়েছে। টাইব্রেকারে ১-০ গোলে ফাইনাল খেলার ফলাফল নির্ধারিত হয়।
শুক্রবার আরকুম শাহ মাজার সংলগ্ন মাঠে মধুবন সুপার মার্কেটের রাহমাত পাঞ্জাবির সৌজন্যে দিনরাত্রির এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১৬টি দল অংশ নেয়।
রাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবী শফিক মিয়া ও হাবিব হোসেন। সভাপতিত্ব করেন, শাহজাহান মিয়া। পরিচালনায় ছিলেন, সুহেল আহমদ ও জুনেল আহমদ আরিফ।
Leave a Reply