সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আযোজিত ‘উন্মুক্ত বাজেট’ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিলের সভাপতিত্বে ও সচিব মো নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথি ছিলেন মনির আহমদ একাডেমির অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক, সমাজসেবী এটিএম মাসুদ উকিল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক এম এ খালিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য কামরুল ইসলাম, দিশারী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন আহমদ মেম্বার, প্রধান শিক্ষক মালেকা ইসলাম, সহকারী শিক্ষক সালমা বেগম, আঁখি রাণী দাশ, সুলতানা বেগম, জাহানারা বেগম, অজিত মালাকার প্রমুখ।
Leave a Reply