সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর পশ্চিমপাড়া গ্রামে একমাত্র নরসুন্দর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে বৃহত্তর দাউদপুরের পাঁচপাড়াবাসীর পক্ষে আহুত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য সুরুজ আলী।
তিনি বলেন, পশ্চিমপাড়ার বীরেন্দ্র পালের ছেলে সুরেন পাল ও তার ভাই-ভাতিজারা অন্যায়ভাবে গ্রামের একমাত্র নরসুন্দর শিপুল চন্দের পরিবারকে হয়রানি করছে। এব্যাপারে শিপুল চন্দরা এলাকাবাসীর কাছে বিচারপ্রার্থী হলে কয়েকবারই ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সালিশে নিষ্পত্তি করে দেন; কিন্তু সালিশ বৈঠকের রায় সুরেন পালরা মেনেও নিলেও বাস্তবে শিপুল চন্দের পরিবারকে হয়রানি করেই যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দাউদপুর চৌধুরীবাজার প্রান্ত থেকে শিপুল চন্দদের বাড়ি পর্যন্ত দূরত্ব প্রায় দেড়শ মিটার। রাস্তাটির শেষাংশের ভূমি শিপুল চন্দদের পরিবারের দান করা; কিন্তু সুরেন পালরা শিপুল চন্দদের এ রাস্তা ব্যবহারে বাঁধা দিচ্ছে। দাবি করছে, শিপুল চন্দের পরিবারকে এ রাস্তা দিয়ে চলাচল করতে হলে নগদ ৫ লাখ টাকা দিতে হবে।
Leave a Reply