নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি থেকে কামালবাজার পর্যন্ত গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণে ২ জন আহত হন এবং ৩টি যানবাহন পুড়ে যায়। এ সময় নিরাপত্তার স্বার্থে টার্মিনাল সড়কে যানবাহন চলাচল ও কদমতলি থেকে কামালবাজার পর্যন্ত গ্যস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। তবে গ্যাস লাইন সাময়িকভাবে মেরামতের পর বিকেল থেকে যানবাহন চলাচল শুরু করে।
জালালাবাদ গ্যাস জানিয়েছে, লাইন পুরোপুরি মেরামতের পর রাত সাড়ে ৩টার দিকে ঐ এলাকায় আবার গ্যাস সরবরাহ শুরু হয়।
এদিকে আহত মোটরসাইকেল আরোহী মকসুদুল হক ও নিরাপত্তা কর্মী শামীম আহমদ এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply