নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের ছনুপাড়া গ্রামে প্রতিবেশীর নিকট থেকে জায়গা কিনে এক প্রবাসী পরিবার হামলা ও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার, ২৬ মে (১২ জ্যৈষ্ঠ) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে কুয়েত প্রবাসী তুরন মিয়ার স্ত্রী মমতা বেগম আলী প্রতারক বিক্রেতা পরিবার ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এলাকার সংসদ সদস্য, রাজনীতিবিদ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মমতা বেগম আলী জানান, তার স্বামী ২০১৯ সালে প্রতিবেশী ও আত্মীয় ফারুক মিয়ার নিকট থেকে বাড়ির ৩ শতক জায়গা কিনেন। দাম নেন ৬ লাখ ৬৫ হাজার টাকা। এরপর বিদেশে চলে যান; কিন্তু এখন পর্যন্ত জায়গা রেজিস্ট্রি করে দেননি। উল্টো তার মা নাজমা বেগম হয়রানির অভিযোগে তুরন মিয়ার পরিবারে বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এছাড়াও গত ২১ মে রাত সাড়ে ১২টার দিকে মমতা বেগম আলী ও তার শিশুপুত্রের উপর ফারুক মিয়ার মা নাজমা বেগম, স্ত্রী ও গ্রামের জাহেদ মিয়াসহ কয়েকজন হামলা চালান। এ ঘটনায় মমতা বেগম আলী দক্ষিণ সুরমা থানায় মামলা করেছেন।
মমতা বেগম আলী জানান, ফারুক মিয়া বিদেশে থাকলেও তাকে মদদ দিচ্ছেন তার মামা মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও ছনুপাড়া গ্রামের জাহেদ মিয়াসহ কয়েকজন। এ অবস্থায় তিনি শিশুসন্তানদের নিয়ে নিরপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ফারুক মিয়ার বিরুদ্ধে এলাকার অনেকের সাথে জায়গা বিক্রির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে বিদেশ চলে যাওয়া, সিএনজি অটোরিকশা চুরি, ছনুপারা পঞ্চায়েত কমিটির নিকট থেকে মসজিদের দোকান ভাড়া না পেয়ে দোকান কোটা জ্বালিয়ে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মমতা বেগম আলীর স্কুল পড়ুয়া ছেলে সাজ্জাদ হোসেন, ইখতেখার হোসেন, ভাসুরের স্ত্রী ইয়াসমিন সুলতানা ও তার ছেলে মুছাদ আহমদসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply