সুনামগঞ্জ প্রতিনিধি : অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলনকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে (সুজন) সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাত ৮টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে এক আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায় বাপ্পি, সিতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন প্রমুখ।
পরে খায়রুল হুদা চপল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
Leave a Reply