সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জের
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৫ জন শ্রেষ্ঠ শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের এফআইভিডিবি মিলানয়তনে জেলা ও উপজেলায় ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রেষ্ঠ এই শিক্ষকদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্ল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান। সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দাস। সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক রানা আচার্য্য।
Leave a Reply