সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কাটালিয়া গ্রামে হযরত জায়ফর শাহর ৬০তম বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রগতি যুব সংঘ ও মাজার কমিটির উদ্যোগে হযরত জায়ফর শাহের মাজার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রগতি যুব সংঘের সভাপতি ফয়জুন নূর রহমান, সাধারণ সম্পাদক মামুন আহমেদ, মাজার কমিটির সভাপতি মনির উদ্দিন মোড়ল, সাধারণ সম্পাদক জহুর ইসলাম, জায়ফর শাহর নাতনী মমিনা খাতুন ও মাজারের খাদিম আলী শাহ।
এছাড়া আশেকানদের উপস্থিতিতে রাতভর মুর্শিদী গান পরিবেশন করা হয়।
Leave a Reply