সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আযোজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল অমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা ছমিরুল ইসলাম শান্ত, জি এম সাজ্জাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক সালমান খান, পলাশ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply