সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের নূরপুর গ্রামের শিক্ষাজগৎ থেকে ঝরেপড়া ৫ থেকে ১৪ বছর বসয়ী শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং ঢাকা আহসানিয়া মিশন দক্ষিণ সুনামগঞ্জ
উপজেলা শাখা ও লেট আস লার্ন প্রকল্পের যৌথ উদ্যোগে দিনব্যাপী গ্রামের মাঠে আয়েজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ১ হাজার ৭শ ৪০ শিশু অংশ নেয়।
এ উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মুরব্বি আব্দুল মতলিব। সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, নূরপুর, উকারগাঁও ও কালাগাঁও শিক্ষা কেন্দ্রের সভাপতি মইনুদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা লেট আস লার্ন প্রকল্পের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, মুরব্বি আব্দুল মন্নান, শিমুলবাক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল অফিসার মহর মিয়া ও লাল মিয়া।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী নীপা সূত্রধর,পপি দাস, শুভ্র সূত্রধর, রিংকু তালুকদার ও আব্বাস উদাস ।
Leave a Reply