সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকার আস্তমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র মারা গেছে। আহত হয়েছে এক বিদ্যুৎ শ্রমিক। শুক্রবার বিকেল ৫টার দিকে সৌর বিদ্যুতের খুঁটি দাড় করানোর সময় খুঁটিটি পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্র দিলোয়ার হোসেন তিনবছর ধরে সৌরবিদ্যুৎ সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং এন্ড এনার্জি লিমিটেডের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কার্যালয়ের অধীনে কাজ করে লেখাপড়ার খরচ চালাচ্ছিল। দু জন কার্য়ালয় প্রধানের নির্দেশে ছুটির দিনেই কাজে যেতে বাধ্য হয়েছিল বলে জানা গেছে।
দিলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত শোয়েব মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে গ্রিন হাউজিং এন্ড এনার্জির দক্ষিণ সুনামগঞ্জ কার্যালয়ের উপ ব্যবস্থাপক ইসলাম উদ্দিন জানান, সংসদ নির্বাচনের আগে কাজ শেষ করতে উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছুটির দিনেও কাজ করাতে হয়।
সদর মডেল থানার ওসি শহীদুলাহ জানান, মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply