সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
একই গ্রামের ওমান প্রবাসী সাইদুর রহমানের ছেলে শিমুল মিয়া ও মিজাজ আলীর ছেলে আতিক মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের আটক করে তাদের অভিভাবকদের জিম্মায় দেন। এদিকে সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে শিমুল মিয়ার মা ও চাচা সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে পেটের ব্যথার কথা বলে ভর্তি করান। খবর পেয়ে রবিবার সকালে সাংবাদিকরা মেয়েটিকে গাইনি ওয়ার্ডে পরীক্ষা করানোর ব্যবস্থা করেন।
সদর হাসপাতালের আরএমও ডা রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, থানায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply