সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী স্যাটেলমেন্ট অফিসারের অফিসে প্রিন্ট পর্চায় নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণের উদ্যোগে বীরগাঁও পূর্বপাড়া খেলার মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিয়নের বেশ কয়কটি গ্রামের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালেক উদ্দিন, আব্দুল জব্বার, সজ্জাদুর রহমান, মো. দিলোয়ার হোসেন ও আব্দুস ছত্তার।
বক্তারা বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্যাটেলমেন্ট অফিসে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী এই অপকর্মে জড়িত রয়েছে।
Leave a Reply