সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ ৫০ জন আহত হয়েছেন।
পূর্ব বিরোধের বুধবার সকাল ১১টায় কাঁচা মিয়া খেলন মেম্বার পক্ষের লোকজন ও আলী আহমদ পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply