সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের টাইলা গ্রামের হরিতলা মাঠে দুই দিনব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে টাইলা সার্বজনীন হরিণাম সংকীর্তন সংঘের উদ্যোগে টাইলা গ্রামের হরিতলায় এ উৎসব শুরু হয়। চলবে রবিবার গভীর রাত পর্যন্ত। এতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো ভক্ত অংশ নিচ্ছেন।
হরিণাম সংকীর্তনে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার। এছাড়াও টাইলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাস, সুধীর চন্দ্র দাস, গোপেশ চন্দ্র দাস, যতীন্দ্র মোহন দাস, ঝুনু দাস, ব্রজবাসী দাস, বসন্ত কুমার দাস, বেণু চন্দ্র দাস, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত তালুকদার।
Leave a Reply