সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা হরিতলায় তিন দিনব্যাপী হরিণাম সংকীর্তন উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সকালে টাইলা সার্বজনীন সংঘ আয়োজিত এ সংকীর্তন শুরু হয়। প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন উৎসবটি দেখতে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন, টাইলা গ্রামের আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য গোপেশ রঞ্জন দাস, সুধীর দাস, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সিতেন্দ্র কুমার দাস ও সুধারঞ্জন দাস।
দেশের বিভিন্ন জেলা থেকে ৬টি হরিণাম সংঘ সংকীর্তণ উৎসবে অংশ নিয়েছে।
Leave a Reply