সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষে ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে কামাল উদ্দিনের ছেলে নায়েব আলী ও একই গ্রামের জিলু মিয়ার ছেলে খালেদ মিয়ার মধ্যে কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকাল ৮টার দিকে নায়েব আলীর লোকজন জোরপূর্বক জমিতে ধানের চারা লাগাতে গেলে খালেদ মিয়ার লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নায়েব আলীর লোকজন হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে খালেদ মিয়ার পক্ষের ১৫ জন ও নায়েব আলীর পক্ষের ৫ জন আহত হয়।
গুরুতর আহত ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জালাল, আছিন মিয়া, সাইজুল মিয়া, সিরাজুল ইসলাম, জাহিদ মিয়া, আমিন মিয়া, মাসুম মিয়া, খালেদ, নাসির মিয়া ও নায়েব আলী।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply