সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছে।
নিহতের মো নাজিম উদ্দিন (২১) উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের মো আনসার মিয়ার ছেলে।
পুলিশ জানয়, রবিবার বিকেলে গ্রামের মাঠে ক্রিকেট খেলা নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের আমিন খাঁর কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রনিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে নাজিম উদ্দিন গুরুতর আহত হন। তাকে রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মো মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউকে আটক করা হয়নি।
Leave a Reply