সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী
আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর, ঠাকুরভোগ ও দুর্গাপুর গ্রামে গণষংযোগ শেষে টাইলা বাজারে মতবিনিময় সভায় যোগ দেন।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা সুকেশ চন্দ্র দাস ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর খান।
আওয়ামী লীগ প্রার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই।
Leave a Reply