দক্ষিণ সুনামগঞ্জে উলামা পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ জোহর উপজেলার নোয়াখালী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুকাদ্দাস আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তাহির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আলী নুর, মাওলানা জিয়াউল ইসলাম, রাজনীতিবিদ আব্দুল বাছিত সুজন, মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মোনাইম, পুর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিম উদ্দীন মহিম, সহ সভাপতি এমজেএইচ জামিল ও সাধারণ সম্পাদক মো নুরুল হক, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, এমএম ইলিয়াছ, সোহেল তালুকদার, মাওলানা শাহিদুল হক, মাওলানা আতিক, ক্বারী লুৎফুর রহমান, মুফতি আখলাকুল আম্বিয়া, হাফিজ জিল্লুল হক ও মাওলানা ফখরুল ইসলাম। মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম।
Leave a Reply