দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে এক সভা সোমবার রাতে সিলেট মহানগরীর সুবিদবাজারে সংগঠনের কেন্দ্রীয় লিয়াজোঁ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক খছরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য শাখার আহবায়ক জামাল উদ্দিন মখদ্দুছ। আরো বক্তব্য রাখনে, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম, এ টি এম তারেক, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, অ্যাডভোকেট আমির উদ্দিন, শফিক আহমদ, মাহবুবুল আলম মুহিত, সহ সভাপতি ফয়সল আহমদ বাবুল, বদরুল আলম লিটন, ছাদিকুর রহমান ছাদিক, সায়েম আহমদ, মাওলানা সৈয়দুর রহমান, আবু শামীম, আবু শাফলাত, আতিকুর রহমান আতিক, মানিক মিয়া, সাবেক মেম্বার পিয়ার আলী, এখলাছুর রহমান প্রমুখ।
বক্তারা আড়াই লাখ জনগণের প্রাণের দাবি অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা ঘোষণার দাবি জানান।
সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply