রোভারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে ৫ দিনব্যাপী রোভার মেট কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর বাগবাড়িতে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে এর উদ্বোধন করেন কোর্স পরিচালক জেলা সম্পাদক মো মবশ্বীর আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাপক আবুল কালাম এলটি। প্রশিক্ষক হিসেবে আছেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের আরএসএল বিপুল চন্দ্র দত্ত, ডিআরএসএল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার মো সেলিম, মদনমোহন কলেজের আরএসএল যীশুতোষ দাস, অধ্যাপক আবুল কাশেম, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের আরএসএল সাঈদ আহমদ হাসান, সাইফুল আমীন, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আরএসএল আ ন ম মুজিবুল্লাহ রূপম, জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার তোফায়েল আহমদ তুহিন ও সিলেট মুক্ত মহাদলের আরএসএল আল হেলাল।
কোর্সে জেলার বিভিন্ন ইউনিটের ৬০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করছেন।
Leave a Reply