সুনামগঞ্জ প্রতিনিধি : ‘তরুণ সমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প’ নেই এ স্লোগানকে সামনে রেখে থিয়েটার সুনামগঞ্জ ও উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ৬০ মিনিটের এ খেলা ৩-৩ গোলে ড্র হয়। খেলা শেষে এক দল অন্য দলকে শুভেচ্ছা পুরস্কার দেয়।
উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষে খেলায় অংশগ্রহণ করেন, অধিনায়ক জাহাঙ্গীর আলম, মাইনুদ্দিন, আবু তাহের, আব্দুস সালাম মাহবুব, পুলক রাজ, জহির আহমেদ, রাজিব দাস, তুষার তালুকদার, বায়েজিদ বোস্তামি, জনি আহমেদ, আফজল হোসেন, মাসুম আহমেদ, ইশতিয়াক পিয়াল, সৌরভ, সাদি রহমান, অনিক চৌধুরী ও জয় রাজ।
থিয়েটার সুনামগঞ্জের পক্ষে মাঠে নামেন, অধিনায়ক দেওয়ান গিয়াস চৌধুরী, শেখ রবিউল ইসলাম পুলক, সনি চন্দ, এনামুল হক জুবের, সোহানুর রহমান সোহান, মাজহারুল ইসলাম সোহাগ, পার্থ সাহা, বায়োজিদ আল সামায়ুন, মাজহারুল ইসলাম শিপন, রনি তালুকদার, রাব্বী, সোহাগ, সাব্বির আহমদ, নাইম, হোসাইন কবির ও সাদিকুর রহমান।
Leave a Reply