আশরাফ আহমেদ, এমসি কলেজ : সিলেটে মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের ৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
এতে নিখিল সিংহ সভাপতি ও তুষার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে সোমবার থিয়েটার মুরারিচাঁদের মহড়া কক্ষে সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের উপাধ্যক্ষ সালেহ আহমেদ ২০১৯ সালের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থিয়েটার মুরারিচাঁদের সদ্য প্রাক্তন সভাপতি ফাহমিদা এলাহী বৃষ্টি, সদস্য সচিব দেবদাস চক্রবর্তী, প্রতিষ্ঠাকালীন সদস্য দিলুয়ার হোসেন ও বিধান সিংহ।
এক বছর মেয়াদী এ কার্যকরী পরিষদে নির্বাচিত অন্যরা হলেন, অর্থ সচিব রেজাউল করিম রাব্বি, অনুষ্ঠান সমন্বয়ক হাসান আল-মাসুম এবং দফতর ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এর আগে সংগঠনের নতুন সদস্যদের নিয়ে কাজী নজরুল ইসলামের ‘জিঞ্জির’ কাব্যগ্রন্থের কোরিওগ্রাফি পরিবেশন করা হয়।
Leave a Reply