হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা ভাইরাস প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ, ‘করোনা’ প্রতিরোধ বিয়ষক জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব জাকির হোসেন আকন্দ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সাত্তার খান, পৌর মেয়র মিজানুর রহমান মিজান ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ‘করোনা’ সংক্রমণ রোধ করতে হবে।
বিশেষ অতিথি সচিব জাকির হোসেন আকন্দ বলেন, ত্রাণ বিতরণে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply