শাল্লা প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এই ভয়াবহ বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সবাই আছি। আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাইতো নিজে এসে সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি দেখে গেছেন।
তিনি আরও বলেছেন, বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার। এই ত্রাণ থেকে কেউ বঞ্চিত হবেনা। পরিস্থিতি মোকাবেলায় সবকিছু করা হচ্ছে।
সোমবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর বাজার সংলগ্ন ফুটবল মাঠে ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন।
নিজের উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে দুপুরে র্যাব মহাপরিচালক শাল্লা পৌঁছেন। বন্যার কারণে উপজেলায় আর কোথায়ও হেলিকপ্টার অবতরণ করার মতো জায়গা না থাকায় এখানেই তিনি নামেন।
এ সময় উপস্থিত ছিলেন, তার ছোট ভাই শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব এবং র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাহাড়া ইউনিয়নে সুখলাইন, শাল্লা ইউনিয়নে তার নিজের গ্রাম শ্রীহাইল এবং উপজেলা সদরেও ত্রাণ বিতরণ করেন।
র্যাব মহাপরিচালক বিকেলে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন।
অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আরেক ছোট ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনী ইস্পাহানী টি লিমিটেডের সিলেট বিভাগীয় ব্যাবস্থাপক মো আনিছুজ্জামান পাটোয়ারী সহ অন্যদের নিয়ে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ফয়েজ উল্লাহপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
Leave a Reply