নিজস্ব প্রতিবেদক : আজ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা। মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব উদযাপনে সারাদেশে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশের সর্বত্র ঈদগা বা খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের প্রস্তুতি রয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, পুরো সিলেট জেলায় ৩ হাজার ২৬৯ ঈদগা ও মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। এছাড়াও হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) দরগা সহ বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।
শাহী ঈদগা : সকাল ৮টা। জামাতের আগে বয়ান পেশ করবেন ও নামাজে ইমামতি করবেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো আবু হোরায়রা।
হযরত শাহজালাল (র) দরগা : সকাল ৮টা।
কুদরত উল্লাহ জামে মসজিদ : সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টা।
কালেক্টরেট জামে মসজিদ : সকাল ৮টা।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দান : সকাল সাড়ে ৭টা। জামাতে মহিলাদের অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা রয়েছে।
কালিঘাট নবাবী জামে মসজিদ : সকাল ৮টা।
শাহ মদনি ঈদগা : সকাল ৮টা।
কায়েস্থরাইল জামে মসজিদ : সকাল ৮টা।
বারখলা জামে মসজিদ : সকাল ৮টা।
সিলাম শাহী ঈদগা ময়দান : সকাল ৭টা ও সকাল ৮টা।
Leave a Reply