নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা শুক্রবার। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব উদযাপানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তবে করোনা সংক্রমণ রোধে পবিত্র ঈদুল ফিতরের মতোই ঈদগা ও খোলা মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনার অনুসরণ করে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে।
ঈদুল আজহার বৈশিষ্ট্য পশু কোরবানি। শেষখবর পাওয়া পর্যন্ত কোরবানির হাটে জমজমাট বেচাকেনা চলছিল। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানি কম হবে বলে ধারণা করা হচ্ছে।
পরিবেশ সুরক্ষার প্রয়োজনে সিলেট সিটি করপোরেশর পশু কোরবানির জন্যে ৩০টি স্থান নির্র্র্দিষ্ট করে দেওয়া সহ দ্রæত বর্জ্য অপসারণে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছে।
সিলেট মহানগর পুলিশ পবিত্র ঈদুল আজহা সুন্দর-সুষ্ঠু পরিবেশে উদযাপন ১৬টি নির্দেশনা দিয়ে সকলকে তা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে।
সিলেটে ঈদুল আজহার জামাত : হযরত শাহজালাল (র) মাজার মসজিদে সকাল ৮টায়। সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়। কোর্ট পয়েন্টে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়। বন্দরবাজারে কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। নয়াসড়ক জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। গাজী বুরহান উদ্দিন (র) মাজার মসজিদে সকাল ৯টায়।
এছাড়াও সিলেট মহানগরী সহ বিভাগের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে।
Leave a Reply