নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বুধবার। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপনে দেশব্যাপী প্রতিটি মুসলিম পরিবার প্রস্তুত। ঈদের জামাতের জন্যে প্রতিটি ঈদগা সহ বিভিন্ন মসজিদেও প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
ঈদুল আজহার প্রধান বৈশিষ্ট্য আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি। তাই কোরবানির হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এই কেনাবেচা ঈদের জামাতের পূর্বক্ষণ পর্যন্ত চলে থাকে।
সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ লাখো মুসল্লি এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের নাম্জা আদায় করবেন।
এছাড়া হযরত শাহজালাল (র) দরগা মসজিদে সকাল ৮টায় এবং হযরত শাহপরান (র) দরগা মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Leave a Reply