মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল। ০৩০৪২১। প্রতিবেদন কাওছার আহমদ। কণ্ঠ জয়ন্ত কুমার দাস।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরীর বাবা ও মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তৌফিক রহমান চৌধুরীর মা রুকিয়া খানম চৌধুরী গত বছরের ৩ এপ্রিল ও বাবা মুজিবুর রহমান চৌধুরী ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
মাহফিলে দোয়া পরিচালনা করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির পেশ ইমাম হাফিজ ইসমাইল হোসেন। মাহফিলে পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
একইসাথে করোনা মহামারি থেকে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুক্তি, আক্রান্তদের সুস্থতা ও মৃতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, পরিচালক (অর্থ) ইনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, লোকমান আহমদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ ও উপ পরিচালক (জনসংযোগ) সুমনা আজিজসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply