হবিগঞ্জ প্রতিনিধি : আগামীকাল ঐতিহাসিক ৪ এপ্রিল। ১৯৭১ সালের এ দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় মহান মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর সভাপতিত্বে এবং অন্যান্য বাঙালি সেনানায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে দেশকে ৪টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
পরবর্তী সময়ে ১০ এপ্রিল এখানে দ্বিতীয় বৈঠক হবার কথা ছিল; কিন্তু নিরাপত্তার কারণে তা যায়নি।
মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে তেলিয়াপাড়ায়। এসব সংরক্ষণ সহ ৪ এপ্রিলকে তেলিয়াপাড়া দিবস ঘোষণার জন্যে মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
Leave a Reply