বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য তেলাওয়াত সম্মেলন সফল করার লক্ষ্যে দাওয়াতি প্রতিনিধি দল মহানগরীর বিভিন্ন মাদরাসা সফর করেছেন।
সোমবার দাওয়াতি প্রতিনিধি দল মহানগরীর দরগা মাদরাসা, মদিনাতুল উলূম খাসদবির মাদরাসা, টুকেরবাজার আবু বকর সিদ্দিক মাদরাসা, জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসা, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা, জামেয়া হুসাইনয়া নয়াসড়ক মাদরাসা ও ঝেরঝেরিপাড়া জামেয়া হুসাইনিয়া মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষার্থীদের দাওয়াত দেয়া হয়েছে।
দাওয়াতি কাফেলায় ছিলেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সহ সভাপতি মাওলানা আহমদ হুসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ছুহাইব আহমদ, কোষাধ্যক্ষ কারী শহীদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।
২৬ ও ২৭শে জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মায়দানে বিশ্বসেরা হাফিজ ও ক্বারীদের অংশগ্রহণে তেলাওয়াত সম্মেলন অনুষ্ঠিত হবে।
Leave a Reply