নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্রুত বিচার দাবিতে সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী পয়েন্টে সদর উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ আহমদ প্রমুখ।
সমাবেশে খাদিজা বেগম নার্গিসের বাবা মাসুক মিয়া বদরুল আলমের বিচার দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যান্য বক্তা এ ধরনের পৈশাচিক ঘটনা মোকাবেলায় দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Leave a Reply