পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে নিজগাঁওয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের বাড়িতে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ডা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নাইমুর রহমান শাহনুরের পরিচালনায় বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন মামুন। বিশেষ অতিথি ছিলেন, তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো ফারুক মিয়া, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ওয়ারিছ আলী মেম্বার, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাফিজ, বিশিষ্ট সমাজসেবী শাহআলম, অলিউর রহমান অলি ও সাদেক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বদরুল ইসলাম, ডা নিখিল মালাকার ও জুয়েল আহমদ।
তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply