পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের মুন্সিবাজারে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিরবাজারে আধুনিক সমাজকল্যাণ সংস্থার অফিস প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণকালে মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি গোলাম রব্বানী বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবেদ চৌধুরী।
আধুনিক সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, আধুনিক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাফিজ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা গিয়াস উদ্দিন, হজরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার সুরমান আলী, সততা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি দেলওয়ার আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, মুন্সিবাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, ইউপি সদস্য আব্দুল জলিল তালুকদার প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply